সঞ্চয়ন মিত্র , কলকাতা : আবহাওয়া দফতরের ( Weather Office ) পূর্বাভাস ছিলই। পূর্বাভাস মতো মঙ্গলবার বিকেলেই নামল আঁধার। পারদ নামিয়ে স্বস্তি দিল বৃষ্টি। সেই সঙ্গে জেলায় জেলায় দাপট দেখাল কালবৈশাখী ( Kal Boisakhi ) । কলকাতার আলিপুরে এবং দমদমে জোড়া কালবৈশাখী বয়ে যায় আলিপুরে ঝড়ের গতিবেগ ছিল ৭৮ কিলোমিটার, দমদমে ঝড়ের গতিবেগ ছিল ৭২ কিলোমিটার।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে
শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। হতে পারে কালবৈশাখীর পরিস্থিতিও। দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শুক্র ও শনিবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির কারণে তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহবিদদের। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আরওপড়ুন :
শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা
কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। বৃষ্টির জন্য রাতের তাপমাত্রাও কমবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
কলকাতায় আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে, তা জানাচ্ছে আবহাওয়া দফতর।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
24-May | 28.0 | 38.0 | Thunderstorm with rain | |
25-May | 26.0 | 36.0 | Thunderstorm with rain | |
26-May | 26.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
27-May | 26.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
28-May | 27.0 | 35.0 | Partly cloudy sky | |
29-May | 28.0 | 36.0 | Mainly Clear sky | |
30-May | 29.0 | 38.0 | Mainly Clear sky |
নজর রাখুন
বেলা ১২টায় উচ্চমাধমিকের ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ক্লিক করুন : wb12.abplive.com
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html/amp
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html/amp