সঞ্চয়ন মিত্র, কলকাতা  : গতকাল ১৩ই অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের মালদা থেকেও বর্ষা বিদায় নিয়েছে।তাই  বৃষ্টি ছাড়াই কাটবে পুজো। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। যাঁরা পুজোর আগে শেষ উইকএন্ডে কেনাকাটির করবেন বলে ভেবে রেখেছেন, তাঁদের জন্যও খুশির খবর। শনিবার মহালয়ায় বৃষ্টি হবে না বঙ্গে। এই আবহাওয়াই বজায় থাকবে পুজোর দিনগুলিতে। 


  মনে করা  হচ্ছে,  মনোরম আবহাওয়াতেই পুজোটা কাটবে। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। বরং ষষ্ঠী থেকে অষ্টমী চুটিয়ে ঠাকুর দেখতে পারেন, বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে না। বরং রোদ ঝলমলে আবহাওয়া আর মেঘমুক্ত আকাশই থাকবে। শীত আসতে দেরি তবু অনুভূত হতে পারে উত্তুরে হওয়ার প্রভাব ।


পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকতে পারে। নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পুজোয় যাঁরা পাহাড়ে বেড়াতে যাবে বলে পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভাল খবর। ষষ্ঠী পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুকনো আবহাওয়াই থাকবে কয়েকদিন। রোদ ঝলমলে পরিবেশই থাকবে পাহাড়ে। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সপ্তমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে পরিবেশ।


দক্ষিণবঙ্গের আবহাওয়া 
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে।  দখিনা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস ধীরে ধীরে প্রভাব বিস্তার করবে। ষষ্ঠী পর্যন্ত শুকনো আবহাওয়া বজায় থাকবে। রোদ ঝলমলে পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গেও। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সপ্তমী ও অষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশই বজায় থাকবে।

নবমী - দশমীতে বৃষ্টি ? 
২৩ অক্টোবর নবমী থেকে ২৪ অক্টোবর দশমী পর্যন্ত  কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু'এক জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।


উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। সোম মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।


কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।


কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৮৭ শতাংশ। 


আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial