সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গ ( South Bengal Weather )  শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ( Cyclone ) । শীতের ( Winter Update )  আমেজ থমকে গিয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা । সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়। 



  • শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ। রবিবার তা ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হবে। আপাতত পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।

  • রবিবার ঘূর্ণিঝড়ে ( Cyclone Michaung ) পরিণত হবার পর উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়।

  • মঙ্গলবার দুপুর বা বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনমের মাঝামাঝি উপকূলে।

  • আবহবিদদের অনুমান সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার সর্বোচ্চ ১০০ কিলোমিটার হতে পারে। 

  • শনিবার থেকে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং সোমবার থেকে ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে । তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উড়িষ্যা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।


এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।  


কলকাতার আবহাওয়ার আপডেট


কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার থেকে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন- বিধায়কের বিয়ে, কন্যাদান করলেন মন্ত্রী ! কিন্তু মিস্ হয়ে গেল হানিমুন