Fatty Liver Symptoms: আধুনিক জীবনযাপনের অন্যতম অঙ্গ হল খাওয়াদাওয়া। আর খাওয়াদাওয়ার ভুলেই বাড়ছে লিভারের নানা সমস্যা। লিভারের বিভিন্ন রোগের মধ্যে ফ্যাটি লিভার খুব পরিচিত একটি রোগ। এই রোগটিতে বর্তমানে অনেকেই আক্রান্ত। প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার চেনার উপায় নেই বললেই চলে। কারণ এটি শরীরের ভিতরের অঙ্গ। ফলে খুব কম লক্ষণ ফুটে ওঠে দেহের বাইরে। তবে ফ্যাটি লিভারে শরীরের বেশ কিছু অঙ্গে ফোলাভাব দেখা দেয়। এই ফোলাভাবগুলি দেখলে এই রোগটিকে সহজে চিহ্নিত করে ফেলা যায়।
ফ্যাটি লিভারের জেরে শরীরের বিভিন্ন অঙ্গে ফোলাভাব
- পেট ফুলে যাওয়া - বুকের তলা থেকে তলপেটের উপর পর্যন্ত অংশ পেটের মধ্যে পড়ে। লিভার বুকের ঠিক নিচেই অবস্থিত। তাই ফ্যাটি লিভার হলে পেট ফুলে যেতে পারে।
- পায়ের পাতায় ফোলাভাব - পায়ের পাতা ফু্লে যেতে পারে ফ্যাটি লিভারে। তবে লিভারের রোগ অনেকটা বেড়ে গেলে তখনই এমনটা হয়। একে ফিট এডেমা বলা হয়।
- পায়ের মধ্যে ফোলাভাব - পায়ের পাতা ছাড়াও পা ফুলে যেতে পারে। পায়ের গোড়ালিও ফুলে উঠতে পারে। এমন লক্ষণ দেখা দিলে তা ফ্যাটি লিভারের কারণে হতে পারে।
- মুখ ফুলে যাওয়া - আগে মুখের ত্বক ছিল বসা। কিন্তু স্বাস্থ্য ভাল হওয়ায় মুখের ত্বক ফুলে গিয়েছে। এই স্বাস্থ্য ভাল হওয়া আদতে ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে।
- হাত ফুলে ওঠা - পা, মুখের মতোই একইভাবে হাত ফুলে ওঠে ফ্যাটি লিভারে। স্বাস্থ্য ভাল হওয়ার কারণেই এই লক্ষণটি দেখা দেয়।
ফ্যাটি লিভারে আর কী কী লক্ষণ ?
ফ্যাটি লিভারের লক্ষণ জানার আগে মনে রাখা জরুরি প্রাথমিক অবস্থায় এই রোগের কোনও লক্ষণ দেখা যায় না। রোগের বাড়বাড়ন্ত হলে শরীরের অন্যান্য অঙ্গে তার প্রভাব পড়তে শুরু করে। সেগুলিকেই লক্ষণ হিসেবে ধরা হয়।
- ক্লান্তি বেড়ে যায়।
- শরীর প্রায়ই ভাল লাগে না। অথচ নির্দিষ্ট কোনও শরীর খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না।
- ত্বকে চুলকানির সমস্যা হতে পারে।
- শ্বাস নিতে সমস্যা হতে পারে।
- ত্বকের নিচে রক্ত জালিকার গঠন বদলে যায়।
- ত্বক হলদে হতে থাকে।
- চোখের মনিও হলদে হয়ে যেতে পারে।
- প্লীহা বড় হয়ে যায় ।
- হাতের তালু লালচে দেখায়।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Health News: তীব্র কাশি ও শ্বাসকষ্ট, ফুসফুসে অস্ত্রোপচার করতেই মিলল হলুদের বাসা !