কলকাতা: শীতে (Winter) অসময়ের বৃষ্টি (Rain) কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), আজও রাজ্যের (West Bengal) সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্-সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও দু’দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টির কারণে আজ গতকালের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রা আগামী দু’দিন একইরকম থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
পশ্চিমী ঝঞ্ঝায় শীতের দাপট উধাও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টিপাত হয়েছে গতকাল। মঙ্গলবার বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধামান, বীরভূম, হুগলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়।উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা।
এমনিতেই পারদ এখন ঊর্ধ্বমুখী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত। তিন দিন পর থেকে ফের কমবে রাতের তাপমাত্রা।
দেশজুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি, তুষারপাত ও শৈত্য়প্রবাহ চলছে। উত্তর ভারতে অনেক জায়গাতেই পারদ ক্রমশই নামছে। উত্তর ভারতে চলছে কনকনে ঠাণ্ডা হাওয়া। বেশ কিছু পার্বত্য এলাকায় তুষারপাত ও সমতল এলাকায় বৃষ্টিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। জম্মু ও কাশ্মীর থেকে রাজস্থান পর্যন্ত বেড়েছে শীতের দাপট। বিহারের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। বিহার , ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ইয়োলো অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পূর্ব ভারতের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হবে বলে মৌসম ভবন জানিয়েছে।