মুম্বই: অক্ষয় কুমার (Akshay Kumar) কেরিয়ারের শুরু থেকেই অন্তত একটা জিনিস তাঁর অনুরাগীদের জন্য ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন। তা হল চমক। প্রতিটি ছবিতেই নিজের অনুরাগী এবং দর্শকদের জন্য কোনও না কোনও চমক উপহার দেন বলিউডের খিলাড়ি। এবার তাঁর আগামী ছবি 'রাম সেতু'তেও (Ram Setu) তিনি এমন কিছু করছেন, যা চমকে দিতে চলেছে দর্শকদের। শোনা যাচ্ছে, 'রাম সেতু' ছবিতে অক্ষয় কুমার এমন কিছু দৃশ্যে অভিনয় করবেন, যা এর আগে দর্শক দেখেননি। এর বেশিরভাগ শ্যুটিংই হবে জলের নিচে। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে 'রাম সেতু'র সঙ্গে জড়িয়ে থাকা ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, এই দৃশ্যগুলির জন্য বিদেশ থেকেও কলাকুশলীদের নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, 'নভেম্বরেই জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা তাঁদের শ্যুটিং প্রায় শেষ করে ফেলেছেন। যদিও এরপর শ্রীলঙ্কায় গিয়ে জলের তলার অনেক দৃশ্যের শ্যুটিং করা এখনও বাকি রয়েছে। যদিও সেই শ্যুটিং এখনই সম্ভব হচ্ছে না করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে।'


আরও পড়ুন - Amitabh Recalls Shashi Kapoor: হঠাৎ শশী কপূরকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট অমিতাভ বচ্চনের


তিনি আরও বলেন, 'যেহেতু এখন করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গিয়ে শ্যুটিং করা যাচ্ছে না, তাই ছবির পরিচালক অভিষেক শর্মা এবং ছবির রিসার্চ টিম ঠিক করে যে ওই দৃশ্যগুলো তারা শ্যুট করবে দমন এবং দিউতে। তাতেও সব দৃশ্যের শ্যুটিং সেরে ফেলা এখনই সম্ভব হচ্ছে না। বাকি থাকছে বেশ কিছু। তাই অভিষেক শর্মা এবং তাঁর টিম সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি দৃশ্যগুলোর শ্যুটিং মুম্বইতেই সেরে ফেলা হবে। আর অক্ষয় কুমার খুব ঝুঁকিপূর্ণভাবে জলের জলের তলায় শ্যুটিং করবেন। তাঁর এই দৃশ্যগুলো ভালো করে শ্যুট করার জন্য বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে বিশেষজ্ঞদের।'


শোনা যাচ্ছে, 'রাম সেতু' ছবির মুম্বই পর্বের শ্যুটিং চলতি জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। কিন্তু যেভাবে করোনা পরিস্থিতি ফের বাড়ছে, তাতে সিনেমা স্থগিতের মতো শ্যুটিংয়েও বাধা পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, অক্ষয় কুমারকে শেষবার পর্দায় দেখা গিয়েছএ রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে। বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। অক্ষয় কুমারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কিছু ছবির কাজ।