অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর তোড়জোড় একটু একটু করে শুরু হয়েছে এ বাংলায়। বাড়ছে দোকান - বাজারে ভিড়। তারই মধ্য়ে মন খারাপের খবর দিন আবহাওয়া দফতর।  পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত একত্র হয়ে নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হবে দুই রাজ্যে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে  বাংলা, বিহার, ঝাড়খণ্ডে। 


আবহাওয়া দফতরের  পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। আগামী ২৪ ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইবে উপকূল ও পার্বত্য এলাকার জেলাগুলিতে। 


অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই দেশ থেকে মৌসুমী বায়ু একটু একটু করে সরে যাবে।  ২৩ সেপ্টেম্বর, সোমবার রাজস্থানের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অন্ধপ্রদেশ উপকূল থেকে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত। 


আপাতত জোড়া ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই দুই ঘূর্ণাবর্ত এক সঙ্গে নিম্নচাপে পরিণত হবে সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। 


সোমবার ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে এই জেলাগুলিতে। 


এরপর মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।   বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরো কিছুটা বাড়বে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ। 


সোমবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে। 
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


 কলকাতায়  বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। আংশিক মেঘলা আকাশ পরে মেঘলা আকাশ এর সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ