সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীতের দাপুটে ব্য়াটিং। কলকাতা ও জেলায় জেলায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। পারদের পতনে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ। এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার বিভিন্ন জেলার তাপমাত্রা । 



  • দার্জিলিংয়ের তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

  •  জলপাইগুড়ির তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি।

  • কোচবিহারের তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

  • দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে।

  • বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

  • বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

  • মেদিনীপুরে আজকের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

  • দিঘার তাপমাত্রা ১২.৮ ডিগ্রি।

  • শ্রীনিকেতনে ১০.৬ ডিগ্রি।

  • বোলপুরে ১১.৬ ডিগ্রি।

  • আসানসোলে ১২.৭ ডিগ্রি।

  • হাওড়ায় ১৩ ডিগ্রি।

  • কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। 

    দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন শীতের স্পেল চলবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃষ্টির সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী দু দিনে রাতের তাপমাত্রা আরোো একটু কমতে পারে। এরপর ২/৩ দিন একই রকম আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। 

    কলকাতার আবহাওয়া

  • কলকাতাতে আজও ১৫ ডিগ্রির ঘরে। কলকাতার তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে. আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। আগামী ২দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে। খুব হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্য়ে উত্তরবঙ্গের দার্জিলিং ও উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।    


  • উত্তরবঙ্গের আবহাওয়া 
    উত্তরবঙ্গে বুধবারের মধ্যে দার্জিলিং জেলারর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে।  দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায়। বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
    বুধবার বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমতে পারে।                       

    আরও পড়ুন : আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


    রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন