ঝিলম করঞ্জাই, কলকাতা: সোমবার পঞ্চম দফা ভোট। রাজ্যের সাত কেন্দ্রে নির্বাচন রয়েছে। সেদিন কেমন থাকবে আবহাওয়া? 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সোমবার পঞ্চম দফার ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টি থাকবে। তাপমাত্রা মনোরম থাকবে। রবিবার থেকে কলকাতা, হাওড়া , হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


ভোটের দিনের আবহাওয়া


ভোটের দিন অর্থাৎ ২০ তারিখ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। বৃষ্টি হবে কলকাতা সহ গোটা রাজ্যে। শীতল বাতাস বইবে দক্ষিণজুড়েই। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো মনোরম পরিবেশেই ভোট হবে ৭ কেন্দ্রে। 
  
তবে মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না, এমনটাই জানান হয়েছে।          


আরও পড়ুন, সভামঞ্চে আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর চটি, 'আয়ুর থেকে বেশি হেঁটে ফেলেছে', মন্তব্য মমতার



২১ তারিখ উত্তরে বৃষ্টি কমবে। দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে। বৃষ্টির সময় সুরক্ষিত স্থানে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের ৩ জেলায় ঘর্মাক্ত উষ্ণ আবহাওয়া। বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে।


উত্তরের দুই দিনাজপুর কাল তাপপ্রবাহের কবলে পড়বে। কাল দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ। ১৯ তারিখ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস। ১৯ তারিখ উত্তরের পার্বত্য জেলায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ২১ তারিখ গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।                                                                                                               


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে