কলকাতা: মহালয়ার পর সোমবার থেকে আকাশের মুখ ভার। আজ ভোরবেলা থেকেই বৃষ্টি। ২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে ষষ্ঠী থেকে দশমী- পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। রেহাই মিলবে উত্তরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী - প্রত্যেকদিনই হতে পারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহবিদরা বলছেন, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি।
তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২ অক্টোবর বিজয়া দশমী।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তা চলবে বুধবার পর্যন্ত। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে। সেখানে সতর্কতা রয়েছে শুধু মঙ্গলবার। বাকি দিনগুলোতে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।