উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি। সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমেছে GST-র হার। অন্যদিকে, সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে GST। সব মিলিয়ে GST এর নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকের মনেই প্রশ্ন , নতুন জিএসটি-নীতির প্রভাব কি পড়ছে রান্নার গ্যাসের দামে ?
জিএসটি সংস্কারের অধীনে করা পরিবর্তনগুলি সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসই সস্তা হচ্ছে। এখন, জিএসটি হার হ্রাসের কারণে, একটি প্রশ্নও উঠছে যে এলপিজি সিলিন্ডার কি সস্তা হবে? নাকি এটি আরও ব্যয়বহুল হবে?
গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারে জিএসটি
৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের জিএসটি হারে কোনও পরিবর্তন আনা হয়নি। ২২ সেপ্টেম্বর থেকে, গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর এখনও ৫% জিএসটি প্রযোজ্য থাকবে।
রান্নার গ্যাস যে শুধু বাড়ির রান্নাঘরেই ব্যবহৃত হয় তাই নয়, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার হয় বিভিন্ন দোকান, হোটেল , রেস্তোরাঁয়। এখন এলপিজির কোনওরকম দাম পরিবর্তন প্রভাব ফেলতেই পারে রান্না করা খাবারের দামে। জানেন কি গার্হস্থ্য এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপর জিএসটি হার ভিন্ন? বাড়িতে রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়, তাতে জিএসটি-তে কোনও পরিবর্তন হয়নি। গার্হস্থ্য এলপিজি (ভর্তুকিযুক্ত)-র উপর আরোপিত জিএসটি-৫%।গার্হস্থ্য এলপিজি (ভর্তুকিবিহীন)-র উপর আরোপিত জিএসটি-৫%।
বাণিজ্যিক কাজে ব্যবহৃত এলপিজি-র দাম
৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের জিএসটি হারে কোনও পরিবর্তন আনা হয়নি। ২২ সেপ্টেম্বর থেকেও বাণিজ্যিক সিলিন্ডারের জিএসটি হার একই থাকছে। ১৮% ই থাকছে। বাণিজ্যিক কাজে য় হোটেল, ধাবা এবং স্তোরাঁব্যবহৃত এলপিজি ব্যবহার নতুন জিএসটি হার ১৮%।
ফলে উৎসবের মরশুমে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানার জিনিসপত্র, ৫ শতাংশ জিএসটি হারের আওতায় পড়বে।
শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের GST ১৮ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের।