সত্যজিৎ বৈদ্য, কলকাতা: মাঘের শুরুতে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর মধ্যেই চলছে পারদের ওঠানামা। রবিবারে ফের বাড়ল তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি বাড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিনও তিলোত্তমার সকাল ছিল কুয়াশায় মোড়া।  


গত কয়েকদিন ধরেই কুয়াশার (Fogg) চাদর সরিয়ে দেরিতে মুখ দেখাচ্ছে সূর্য। এর মধ্যেই ঊর্ধ্বমুখী হল পারদ। মকর সংক্রান্তির (Makar Sankranti) সময় থেকেই একটু একটু করে পিছু হঠেছে শীত (Weather)। গতকালের থেকে ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিনও কুয়াশার দাপট বজায় ছিল।                                                                                


আরও পড়ুন, বাবা সিপিএম নেতা, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি; তৃণমূলে যোগ দিয়ে কুন্তল হয়ে উঠলেন প্রভাবশালী


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বঙ্গে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি মরশুমে শীত যে বিদায় নিতে পারে শীত।                                                                 


এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছিল কলকাতায়। মনে করা হচ্ছিল, হাওয়া অফিসের পূর্বাভাস মিথ্যে করে বুঝি কামব্যাক করবে শীত। কিন্তু, বাস্তবে তা হল না। আবারও ঊর্ধ্বমুখী কলকাতা শহরের তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের দুই ডিগ্রি বাড়তে পারে।