কলকাতা : আর জি কর-কাণ্ডে আজও শহর ও জেলায় দিকে দিকে প্রতিবাদ।  আজ স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন ABVP। অন্যদিকে, মঙ্গলবারই লালবাজার অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। এছাড়াও স্থানীয়ভাবে প্রতিবাদে নামছে একাধিক সংগঠন। রবিবার প্রবল বৃষ্টিতে ভিজেই ফুটবলপ্রেমীরা দেখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে এককাট্টা হয়ে প্রতিবাদ জানাতে হয়। মঙ্গলবারও কি এমন বৃষ্টিভেজা প্রতিবাদের সাক্ষী হবে বাংলা ? আবহাওয়া দফতরের রিপোর্ট কী বলছে ? 


দক্ষিণবঙ্গের আবহাওয়া 


মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার পর্যন্ত ভারী চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে। 
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে।  মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি  চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। দমকাঝোড়ো হাওয়া বইবে ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে । এই পরিস্থিতিতে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের । আজ, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আপাতত দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এই নিম্নচার আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আবহবিদরা মনে করছেন, নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় এই এটি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। 


এদিকে, মৌসুমী অক্ষরেখা এখন বাংলাতেই সক্রিয়। এর ফলে সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি , উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। 


মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বুধবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাতে। 


উত্তরবঙ্গের আবহাওয়া 


মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।