কলকাতা: সারা বিশ্বে মুখ থুবড়ে পড়েছিল মাইক্রোসফট (Microsoft Outage)। আমেরিকা এবং ইউরোপের বিস্তীর্ণ এলাকায় নানা সমস্যা তৈরি হয়েছিল। বিমান পরিষেবা থেকে হাসপাতাল পরিষেবা- মুখ থুবড়ে পড়েছিল সবই। ধাক্কা খেয়েছে ব্যাঙ্কিং পরিষেবাও। আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্য়ান্ড-সহ বহু দেশে তৈরি হয়েছিল সমস্যা। কিন্তু ভারতে সেই অর্থে বিশাল কোনও সমস্যা তৈরি হয়নি।
বিশেষ আঁচ লাগেনি ভারতে:
সারা বিশ্বের ব্যাঙ্কিং ব্য়বস্থা হোঁচট খেলেও ভারতে তেমন কোনও সমস্যা হয়নি মাইক্রোসফটের সমস্যার কারণে। শুক্রবার আরবিআই (RBI) জানায়, মোটের উপর আরবিআইয়ের অধীনে থাকা ভারতের আর্থিক সেক্টর মাইক্রোসফটের এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। কেন্দ্রীয় ব্য়াঙ্ক জানিয়েছে, শুধুমাত্র ১০টি ব্য়াঙ্ক এবং অব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (NBFC) সামান্য কিছু সমস্য়ার মুখে পড়েছিল। যা সহজেই মিটে গিয়েছে।
RBI একটি বার্তায় জানিয়েছে, 'মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় গন্ডগোলের কারণে প্রযুক্তিগত ক্ষেত্রে সমস্যা হয়েছে যার ফলে নানা ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের এক্তিয়ারে থাকা সবক্ষেত্রে এর প্রভাব কতটা পড়েছে তা যাচাই করেছে। অধিকাংশ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্লাউডে ছিল না, সামান্য কিছু ব্য়াঙ্ক ClowdStrike Tool ব্যবহার করত।'
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সর্ববৃহৎ ব্য়াঙ্ক স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, তাদের গোটা ব্য়বস্থায় মাইক্রোসফটের সমস্যার কোনও প্রভাব পড়েনি।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর তরফেও জানানো হয়েছে দেশের পেমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। দেশের প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলির তরফে জানানো হয়েছে তাদের পরিষেবায় কোনও ধাক্কা লাগেনি।
Downkdetector -এর তথ্য বলছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাঙ্ক- কমনওয়েলথ ব্য়াঙ্ক সমস্যা হয়েছে বলে জানিয়েছে। অস্ট্রেলিয়ার আরও একাধিক ব্যাঙ্কের কাজে সমস্যা তৈরি হয়েছিল। নিউ জিল্যান্ডের ASB Bank-এও একই সমস্যার কথা বলা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকায় বড়সড় ধাক্কা:
এই দেশের ক্য়াপিটেক ব্যাঙ্ক জানিয়েছে মাইক্রোসফটের সমস্যার কারণে সারা দেশে যাবতীয় লেনদেন থমকে যায়। যদিও কার্ড পেমেন্ট এবং এটিএম কাজ করছিল। গ্রাহকদের অ্যাকাউন্টে কোনও রকম সমস্যা হয়নি বলে জানানো হয়।
ইজরায়েলে পরিষেবায় ধাক্কা:
ইজরায়েলের কেন্দ্রীয় ব্য়াঙ্কের তরফে জানানো হয়েছিল ক্রাউডস্ট্রাইকের সমস্যার কারণে সে দেশের ব্যাঙ্কিং সিস্টেমে কিছুক্ষেত্রে গন্ডগোল হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, জেলে হামলা-আগুন! পালালেন অন্তত ১০০ বন্দি