কলকাতা: তাঁর বিয়ের আগে শোনা গিয়েছিল, তাঁর বাবা-মা এই বিয়ে নিয়ে খুশি নয়। কিন্তু বিয়ের দিন মেয়ের পাশাপাশি দেখা গিয়েছিল বাবা আর মাকে। অবশেষে সেই সমস্ত জল্পনা নিয়ে, মেয়ের বিয়ে নিয়ে বাবা-মায়ের ভাবনার কথা অকপটে বললেন সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। কিছুদিন আগেই জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন সোনাক্ষী। তবে শোনা গিয়েছিল, ভিন্নধর্ম হওয়ার কারণে নাকি সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়েতে মত ছিল না সোনাক্ষীর বাবা-মায়ের। অবেশেষে সেই বিষয় নিয়ে মুখ খুললেন সোনাক্ষী।
নিজের বিয়ে ও তা নিয়ে বাবা মায়ের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, 'আমার মা আর বাবা ভীষণ আবেগপ্রবণ। বাবা বাইরে বাইরে শক্ত থাকার চেষ্টা করলেও, ভিতর ভিতর ভীষণ নরম মনের মানুষ। উনি যখন আমার সামনে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারছিলাম ওঁর ভিতরে কী তোলপাড় চলছে। আমি বুঝতে পেরে ওঁকে জড়িয়ে ধরি। আবেগের সঙ্গে বলি, 'আমি কোথাও যাচ্ছি না।' শুধু বাবা নয়, মাকে নিয়ে সোনাক্ষী বলেন, 'আমার মা বিবাহের মধ্যেই ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। তখনই উনি বুঝেছিলেন যে আমি এবার তাঁর বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাব। কিন্তু সেখানে গিয়েও আমি হামেশাই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে আসি। আর ফোনে কথা তো হয়ই। প্রায় দিনে ২ বার। এখন অভ্যাস হয়ে গিয়েছে।'
এর আগে বিয়ে নিয়ে সোনাক্ষী বলেছিলেন, 'যদি দুটি মানুষ ভালবেসে একসঙ্গে থাকতে চায়, তাঁদের কাছে কোনোকিছুই কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় না। আর আমার মনে হয়, মানুষের এতটুকু সাহস থাকা উচিত যে সে তার মনের কথা শুনতে পাবে। আমি যা করেছি, তার জন্য আমি খুশি। আশা করছি মানুষ সমস্তকিছু বুঝবে। আমি আর জাহির একে অপরকে যে সম্মানটা দিই, সেটা আমাদেরও সবাই দেবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।