সঞ্চয়ন মিত্র, কলকাতা : ২৩ জুন গোটা রাজ্যে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ১২ই জুন উত্তরবঙ্গে ( North Bengal ) বর্ষা প্রথম পা রেখেছিল। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ( South Bengal ) রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।
আজ থেকে সক্রিয় হবে মৌসুমী বায়ু
দক্ষিণবঙ্গে আজ থেকে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বৃষ্টি বাড়বে আগামী তিন দিন। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই তিন দিনে কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে বর্ষার হাল হকিকত
উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তিস্তা তোর্সা জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলোতে জলস্তর বেড়েছে।
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি
কলকাতায় মূলত মেঘলা আকাশ। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তাপমাত্রা কমবে আগামী তিন দিনে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৩ মিলিমিটার।
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ও আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন থাকবে ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
24-Jun | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
25-Jun | 26.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
26-Jun | 26.0 | 30.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
27-Jun | 27.0 | 30.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
28-Jun | 28.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
29-Jun | 28.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
30-Jun | 28.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |