কলকাতা : প্রজাতন্ত্র দিবসে আরও নামল তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যাওয়ার পর শুক্রবার আরও নামল তাপমাত্রা। কলকাতা শহরে ২৬ জানুয়ারি তাপমাত্রা নামল ১৩- র ঘরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শীতের কাঁপুনির পাশাপাশি এদিন রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বছরের প্রথম মাসের শেষ সপ্তাহটা জবুথবু ভাবেই কাটাতে চলেছে বাংলা। শুক্র-শনি-রবি লম্বা ছুটি জমে যেতে পারে উত্তুরে হাওয়ার দাপটে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 


         আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস - 



  • দক্ষিণবঙ্গে ২৬ জানুয়ারি সকাল হল ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে। কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা। রাজ্যের কোথাও কোথাও আবার পরিস্কার আকাশই থাকবে।

  •  হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ সব জেলায়। মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে।

  • মনে করা  হচ্ছে, বেশ কিছু জেলায় কোল্ড ডে পরিস্থিতি তৈরি হবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে ।‌ 

    বৃষ্টির পূর্বাভাস - 

  • আবহাওয়া অফিসের পূর্বাভাস,  বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়।মঙ্গলবার শীতল দিনের পরিস্থিতি ছিল বেশ কয়েকটি জেলায়।

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, দিনভর মেঘলা আকাশ থাকবে। 

  • উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। 

    উত্তরবঙ্গের আবহাওয়া 

  • বাংলার সংলগ্ন সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।

  • দার্জিলিং ও কালিম্পং-এ শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • উত্তরবঙ্গের বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে দিকে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে।

  • উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে।    

    দক্ষিণবঙ্গের আবহাওয়া 

  • দক্ষিণবঙ্গে সকালে ঘন কুয়াশাই থাকবে জেলায় জেলায়।

  • বেশির ভাগ এলাকায় থাকবে আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিস্কার আকাশ। 

  • হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ সব জেলায়।

  • মাঝারি থেকে ঘন কুয়াশা কলকাতা উত্তর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে।

  • বেশ কিছু জেলায় কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। দিনের তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে।‌ আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। 

    আরও পড়ুন :

    আজও কি ভিজতে হবে ? বৃষ্টির সম্ভাবনা কতটা ? জানাল হাওয়া অফিস