সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের দু'একটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।

দমকা ঝোড়ো হওয়া বইতে পারে

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আজ কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে।

উত্তরবঙ্গে  ভারী বৃষ্টির সম্ভাবনা


উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে। শুক্রবার থেকে পার্বত্য এলাকায় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার তাপমাত্রা 

কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। 

আসছে ঘূর্ণিঝড় 'মোকা'

বঙ্গোপসারে ফের মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। নিম্নচাপ  মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। ক্রমে তা শক্তি বাড়িয়ে সমতলে ঘূর্ণিঝড় 'মোকা' আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করল আবহাওয়া দফতর Cyclone Mocha)। ওড়িশার পাশাপাশি বাংলার উপরও এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তাতে আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Weather Updates)। 

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা'

ওড়িশা সরকার সূত্রে খবর, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন নবীন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজ্য বিপর্য়য় মোকাবিলা বাহিনী এবং দমকল বিভাগকেও তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এখন থেকেই নিরাপদ দূরত্বে স্থানীয় মানুষ জনকে সরিয়ে নিয়ে যেতে হবে বলেও পরামর্শ দিয়েছেন নবীন। ত্রাণকার্য এবং পুনর্বাসন নিয়েও এখন থেকে পরিকল্পনা সেরে রাখতে বলা হয়েছে।     

কলকাতার তাপমাত্রা আগামী দেনে কেমন থাকবে :

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
03-May 25.0 35.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
04-May 25.0 34.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
05-May 25.0 33.0
Thunderstorm with rain
06-May 26.0 33.0
Partly cloudy sky
07-May 27.0 34.0
Mainly Clear sky
08-May 27.0 35.0
Mainly Clear sky
09-May 27.0 36.0
Mainly Clear sky