সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার জের। এক ধাক্কায় চার ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে।শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা আর নেই। 

বুধে কোথায় কোথায় বৃষ্টি 

বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতায়। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। বৃষ্টির সম্ভবনা বেশি রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। 

উত্তরে বৃষ্টি কোথায় কোথায় 

৩১ শে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পংএ শিলাবৃষ্টি সঙ্গে উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে। বেশি কুয়াশা হবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা। দার্জিলিং এর সমতল এলাকা শিলিগুড়িতে ও কুয়াশার দাপট থাকতে পারে। 

কলকাতায় আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া। জানাচ্ছে, আইএমডি 

source : https://city.imd.gov.in/                             

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
31-Jan 17.0 26.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Feb 17.0 26.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
02-Feb 18.0 25.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Feb 18.0 26.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
04-Feb 16.0 26.0
Fog/mist in the morning and mainly clear sky later
05-Feb 17.0 26.0
Mainly Clear sky
06-Feb 18.0 27.0
Partly cloudy sky

আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী