সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই। মঙ্গলে বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় । উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে সপ্তাহভর।
কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অনেকটা উত্তরে সরে গিয়ে আগামী ৪/৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে ।
পাহাড়ি জেলায় অবিরাম বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।
কলকাতার আবহাওয়া
অন্যদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ক আগামী ৭ দিন, কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ।
https://city.imd.gov.in/ - ম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ।
এক নজরে দেখে নেওয়া যাকথেকে পাওয়া সূত্র অনুসারে,
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
09-Aug | 27.0 | 30.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
10-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with Light rain | |
11-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
12-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
13-Aug | 26.0 | 30.0 | NA | |
14-Aug | 26.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
15-Aug | 26.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন :