অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : বর্ষা পা রাখতে এখনও বাকি এক থেকে দুই দিন। তার আগেই নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি বাংলাজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে । তার আগেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

কোথায় কোথায় আজ ভারী বৃষ্টি                   

আবহাওয়া দফতর জানাচ্ছে,  আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে। এই ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  

দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা 

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই,  দক্ষিণ ২৪ পরগনাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। রাত থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝেমধ্যে ঝোড়ো বাতাস বইছে। সুন্দরবন এলাকায় বৃষ্টি ও হাওয়ার বেগ বেশি। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।   জেলায় ভোগান্তি শুরু

এদিকে বর্ধমান হাসপাতালে সামনের গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনেরা। শুধু হাসপাতালের সামনেই  বর্ধমান মেডিক্যালে যাওয়ার অন্যতম রাস্তাও জলমগ্ন। সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ সহ স্কুল পড়ুয়ারা।       

কলকাতার আবহাওয়া                      

কলকাতায় আজ, সোমবার দিনভর মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা।   বৃষ্টিতে রাতের তাপমাত্রা অবেকটাই কমেছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা ও স্বাভাবিকের নিচে চলে যাবে। সারাদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। একনাগারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি কমলেও অস্বস্তি থাকবে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি । সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা রয়েছে ৬৪ থেকে ৯৭ শতাংশ।  বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার।