Ashok Pathak Inspirational Journey: দর্শকমহলে এখন তুমুল চর্চায় 'পঞ্চায়েত'-এর সিজন থ্রি। প্রথম যে সময় 'পঞ্চায়েত' (Panchayat 3) মুক্তি পায়, সেই সময় থেকেই দর্শকমহলে এই সিরিজের একটা আলাদা জনপ্রিয়তা ছিল। সিরিজের সমস্ত চরিত্রই যেন বাস্তবিক হয়ে উঠেছিল দর্শকদের কাছে। ২০২২ সালে এই সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পায় আর তারপর থেকেই পরের সিজনের জন্য অপেক্ষা বাড়তে থাকে। এই সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় বিনোদকে (Binod Panchayat)। সমাজমাধ্যমে বহু মিম ছড়িয়েছে তাঁকে ঘিরে। সেই বিনোদের চরিত্রে অভিনয় করেছেন অশোক পাঠক (Ashok Pathak)। একসময় তুলো বিক্রি করেই তাঁকে জীবিকা নির্বাহ করতে হয়েছে। আর আজ অভিনয়ের মাধ্যমে আপামর বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে তাঁর নাম। কীভাবে লড়াই করে আজ সফলতার (Success Story) স্বাদ পেয়েছেন 'পঞ্চায়েত' খ্যাত বিনোদ ?
২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় করণ কন্ধরের পরিচালিত ছবি 'ইন সিস্টার মিডনাইট' যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী রাধিকা আপ্তের সঙ্গে অভিনয় করেছেন অশোক পাঠক। এই ছবির সূত্রেই কানের মঞ্চেও পা রাখেন অশোক পাঠক। সম্প্রতি কানে যাওয়ার বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অশোক আর সেই ছবির নিচে অনেকেই মজার ছলে লিখেছেন, 'ভূষণজীর প্রধান হওয়ার পরে এই হবে বিনোদের লুক'। বোঝাই যায়, বিনোদ চরিত্রটির সঙ্গে কতটা একাত্ম হয়ে গিয়েছেন দর্শক।
বিহারের সিওয়ানে জন্ম হয় অশোকের, পরে কাজের সূত্রে হরিয়ানার ফরিদাবাদে চলে আসেন তিনি। দারিদ্র্যের সঙ্গেই বড় হয়েছেন অশোক, ফলে খুব ছোট বয়স থেকেই অর্থ উপার্জনের চেষ্টা করতে হত তাঁকে। ছোটবেলা থেকেই কাকাকে তুলো বিক্রির কাজে সাহায্য করতেন অশোক। বহু দূরে দূরে সাইকেলের পিছনে বসে তুলো বান্ডিল নিয়ে যেতেন অশোক। দৈনিক ১০০ টাকা উপার্জন হত তাঁর।
এর মাঝে বাজে সঙ্গে পড়ে গুটখা, পান ইত্যাদির প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অশোকের পরিবার ফের কাজের জন্য হিসারে এলে, দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে এখানেই প্রথম তিনি কলেজে ভর্তি হন। আর এই কলেজের আবহই তাঁকে থিয়েটারের প্রতি আকৃষ্ট করে তোলে। সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদিতে অংশ নিতেন তিনি। তাঁর চোখে স্বপ্ন ছিল একদিন বলিউডের ছবিতে অভিনেতা হবেন অশোক পাঠক। একবার একটি নাটকে অভিনয় করে তিনি ৪০ হাজার টাকা পুরস্কার পান আর সেই টাকা নিয়েই পাড়ি দেন মুম্বইতে।
মুম্বইতেই তাঁর জীবন বদলে যায়। ৪০ হাজার টাকা নিয়ে মুম্বই এসে মাত্র দেড় বছরের মধ্যেই লাখপতি হয়ে ওঠেন অশোক। যে সময় আশেপাশের মানুষ শুনেছিলেন যে মুম্বই যেতে চান অশোক, তখন কত বিদ্রুপই অ্যা করেছেন তারা। অনেকেই বলেছিলেন, অশোকের না আছে রূপ, না আছে গুণ, কী হবে ওর বলিউডে গিয়ে।
জানা যায়, প্রথমে 'পঞ্চায়েত' ছবিতে বিনোদের চরিত্রে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন তিনি। তবে পরে এক বন্ধুর পরামর্শে এই চরিত্রে অভিনয় করতে রাজি হন অশোক। আর আজ সেই বিনোদের চরিত্রের মাধ্যমেই সারা দেশবাসী চিনে ফেলেছে অশোককে। 'পঞ্চায়েত' ছাড়াও স্যাক্রেড গেমস, আর্যা, সাংহাই, হাইওয়ে এবং ক্লাস অফ ৮৩, ফাকরে রিটার্নস ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন অশোক পাঠক।
আরও পড়ুন: Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন ! বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক