ঝিলম করঞ্জাই, কলকাতা: দিন কয়েকের স্বস্তি ইতিমধ্যেই শেষ। ফের তীব্র তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রাজ্যজুড়ে। বৃষ্টির আমেজ কাটিয়ে ইতিমধ্যেই রোদে পুড়তে শুরু করেছে বাংলা। কবে ফের বদলাবে আবহাওয়া (West Bengal Weather Update)? কী জানাচ্ছে হাওয়া অফিস? (Weather Office)


জেলায় তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী, কবে আসবে বৃষ্টি?


বঙ্গে ফের বাড়বে গরম। জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পারদ চড়লেও আগামীকাল মূর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কালও হালকা বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।


অন্যদিকে ১৭ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার, পরশুদিন দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে একই আবহাওয়া থাকবে শনিবারও। এদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। দার্জিলিঙে ঝড় বৃষ্টি হতে পারে। আগামী রবিবার, ১৯ তারিখ পশ্চিমের জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অনেকটা জায়গাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: Fact Check: 'সংরক্ষণের বিরোধিতা করে RSS', মোহন ভাগবতের ভাইরাল ভিডিওর সত্যতা কী ?


আগামী সোমবার, ২০ তারিখ রাজ্যে পঞ্চম দফার লোকসভা ভোট। সেই ভোটের দিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বেশ অনেকটা জায়গাজুড়েই হতে পারে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গেও এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ২১ তারিখ থেকে। 


চতুর্থ ও পঞ্চম দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৮ ও ১৯ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। উল্লেখ্য এই দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। চলতি বছরের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুবাহিত বর্ষা কেরলের ওপর আছড়ে পড়তে পারে ৩১ মে নাগাদ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।