নয়াদিল্লি : চলছে লোকসভা ভোট। চার দফা শেষ হয়ে গেছে। আগামী ২০ মে রয়েছে পঞ্চম দফার ভোট। তার আগে ১৪ জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র।  Citizenship Amendment Act বা CAA-র আওতায় তাঁদের নাগরিকত্ব দেওয়া হল। বিতর্কিত এই আইন আসার প্রায় সাড়ে চার বছর পর প্রথম দফায় এই ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হল। এমনই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।


প্রথম দফায় আবেদনকারীদের হাতে এদিন নাগরিকত্বের সংশাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। চলতি বছরে ১১ মার্চ নাগরিকত্ব (সংশোধনী) আইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত দুই মাসে একাধিক আবেদনপত্র পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিশ্চান ধর্মের মানুষজন আবেদন জানান। তাঁরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের। এঁরা ধর্মের ভিত্তিতে নিপীড়নের কারণে বা এই ধরনের নিপীড়নের ভয়ে ভারতে প্রবেশ করেছিলেন।  


২০১৯ সালে ডিসেম্বর মাসে CAA আইন পাস হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের নাগরিকদের অধিকার কোনওভাবে যদি বঞ্চিত করা হয় তাহলে তিনি এর বিরোধিতা করবেন। এনিয়ে লোকসভা ভোটের ময়দানেও রয়েছে উত্তেজনা। দিনকয়েক ধরে একের পর এক সভায় এই ইস্যুতে তৃণমূল নেত্রীকে নিশানা করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা সুর চড়াচ্ছেন মমতাও। 


CAA কী ?


CAA অর্থাৎ, Citizenship Amendment Act। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন করে, ২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA  ( The Citizenship (Amendment) Act, 2019 ) পাস করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই CAA ( Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, or Christian communities from Afghanistan, Bangladesh, or Pakistan )। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) নিয়ম, ২০২৪ অনুসারে কোনও ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। মোদি সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী, হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন, ও খ্রিষ্টানরা যাঁরা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।