নয়াদিল্লি: ১৯৯৮ সালে সলমন খানের (Salman Khan) বিরুদ্ধে যোধপুরের কাছে 'হাম সাথ সাথ হ্যায়' (Hum Saath Saath Hain) ছবির শ্যুটিংয়ের সময়ে কৃষ্ণসার হরিণ (blackbuck) শিকার ও হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পর অভিনেতার বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করা হয় বিষ্ণোই সম্প্রদায়ের (Bishnoi Community) তরফে। ২০১৮ সালে তাঁকে পাঁচ বছরের জেলের সাজা দেওয়া হলেও সঙ্গে সঙ্গেই জামিনও দেওয়া হয়। সেই থেকে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের মুখে একাধিকবার পড়তে হয়েছে বলিউডের ভাইজানকে। এবার বিষ্ণোই দলের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা করা হল। কী সেটি?


সলমনকে ক্ষমা করতে রাজি বিষ্ণোই দল? শর্ত কী?


গত ১৪ এপ্রিল, সলমন খানের মুম্বইয়ের বাড়ি লক্ষ্য করে দুই ব্যক্তির গুলিচালনার ঘটনায় আতঙ্কে সকলেই। এরপর লরেন্স বিষ্ণোইয়ের দলের কয়েকজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে। অভিনেতার হয়ে তাঁর প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী সোমি আলি প্রকাশ্যেই বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। তাঁর এই বিবৃতির প্রতিক্রিয়া জানিয়ে 'অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটি'র সভাপতি দেবেন্দ্র বুদিয়া বলেন যে তারকাকে এই সম্প্রদায় ক্ষমা করতে রাজি, কিন্তু একটি শর্ত মানতে হবে তাঁকে। 


লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, দেবেন্দ্র বুদিয়া হিন্দিতে দেওয়া একটি বিবৃতিতে বলেছেন যে, 'যদি সলমন ক্ষমা চেয়ে নেন, বিষ্ণোই সমাজ সেই ক্ষমাপ্রার্থনাকে গ্রহণ করতে পারেন, কারণ ভুলটা সোমি আলি নয়, সলমন করেছিলেন। অন্য কেউ ওঁর হয়ে ক্ষমা চাইতে পারেন না। যদি তিনি নিজে মন্দিরে আসেন এবং ক্ষমা চান, তাহলে আমাদের সমাজ তাঁকে ক্ষমা করার কথা ভেবে দেখতে পারে কারণ আমাদের ২৯টি নিয়মের অন্যতম ক্ষমা। এরপর সলমনকে শপথ নিতে হবে যে এই ধরণের ভুল তিনি আর কখনও করবেন না এবং বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে কাজ করবেন, তাহলেই একমাত্র আমরা ওঁকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারি।'


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটের আগে চুঁচুড়ায় 'দিদি নং ১' অডিশন? রচনার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ লকেটের


সম্প্রতি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সোমি আলি তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাঁদের অতীত যাই থাকুক না কেন, কারও জন্যই তিনি এমন সাংঘাতিক অভিজ্ঞতার কামনা করবেন না। সলমন খানের পাশে দাঁড়িয়ে সোমি আলি বিষ্ণোই গোষ্ঠীর কাছে ক্ষমাও চান এই বলে যে তারকা অভিনেতার ১৯৯৮ সালে আরও খানিক বয়স কম ছিল। তিনি বলেন, 'কারও জীবন নিয়ে নেওয়া কোনও মতেই গ্রহণযোগ্য নয়, সেটা সলমন হোন বা কোনও সাধারণ মানুষ। যদি আপনি ন্যায় চান, তাহলে আপনার আদালতে যাওয়া উচিত। আমি বিষ্ণোই দলের কাছে অনুরোধ করব যে সলমন খানকে আক্রমণ করলে কৃষ্ণসার হরিণটি ফিরে আসবে না।' তিনি আরও বলেন, 'আমার সঙ্গে যা হয়েছে তা বদলানো যাবে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি নিজের সঙ্গে সমঝোতা করে নিয়েছি। আমার জীবন এখন পুরোপুরি 'আর কান্না নয়'-এর প্রতি নিবেদিত।' সোমি আলি এও উল্লেখ করেন যে শিকারের বিরুদ্ধে তিনি নিজেও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।