ঝিলম করঞ্জাই, কলকাতা : আজও কালবৈশাখীর মতো (Kalbaisakhi Like Situation Alert) পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। এইসব জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার । পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় এই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এদিকে, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে - মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
সোমবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে।
কী পূর্বাভাস উত্তরবঙ্গে ?
উত্তরবঙ্গে আজও ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে দু'-এক জায়গায়।
উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার দার্জিলিং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মালদা ও দিনাজপুরে বৃষ্টি কমবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া-
আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ৩২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলিসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২.১ মিমি। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৩ %, সর্বনিম্ন ৬০%।
গতকাল কলকাতায় দুপুরেই নামে সন্ধে। কালো মেঘে ঢেকে যায় আকাশ। কলকাতায় জারি করা হয় হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত চলবে ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পারদ অনেকটাই নেমেছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নিচে ছিল। মঙ্গলবার থেকে হাওয়া বদল হতে পারে। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।