কলকাতা: শনিবাসরীয় ইডেনে দুরন্ত জয়। বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে এক নয়, একই মরশুমে নাগাড়ে দ্বিতীয়বার হারাল কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI)। এক দশক পরে ঘটল এই কাণ্ড। পল্টনদের ১৮ রানে হারিয়েই এ মরশুমে প্রথম দল হিসাবে আইপিএলে (IPL 2024) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর। তবে ম্যাচের আগে থেকেই প্লে-অফে পৌঁছনোর চিন্তাভাবনা কিন্তু নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মাথায় ঘুরছিল।
১৫৮ রান তাড়া করতে নেমে মুম্বই শুরুটা কিন্তু দুরন্তভাবে করেছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাওয়ার প্লের প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটেই ৫৯ রান তুলে ফেলেছিল পল্টনরা। তবে দুরন্তভাবে কামব্যাক করে জয় ছিনিয়ে নেয় নাইট শিবির। ম্যাচ শেষে শ্রেয়স মেনে নিচ্ছেন যে শুরুর দিকে কিন্তু দল খানিক চাপেই ছিল। তিনি বলেন, 'চাপ তো ছিলই। তবে দলের সকলেই ভিন্ন ভিন্ন সময়ে এগিয়ে এসেছে এবং আমাদের দলে অনেক গেমচেঞ্জার রয়েছে। সকলের বাহবা প্রাপ্য। ওরা শুরুর ছয় ওভারে দারুণ গতিতে এগোচ্ছিল। সেই পরিস্থিতি থেকে ম্যাচ জেতাটা দারুণ কৃতিত্বের।'
এদিন দুরন্ত শুরুর পর কেকেআরকে ম্যাচে ফেরান দলের দুই তারকা স্পিনার সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী। নারাইন ঈশান কিষাণ এবং বরুণ চক্রবর্তী রোহিত শর্মাকে ফেরান। দুই স্পিনারের মধ্যে কাকে চতুর্থ ওভার বল দেওয়া হবে, সেই সিদ্ধান্ত কী ভাবে নেন শ্রেয়স? 'গোটাটাই নির্ভর করে ওই নির্দিষ্ট দিনে কে বেশি ভাল বল করছে তার ওপর। আমার মতে দুইজনে ভাল বল করছিল। কিন্তু আমার বরুণকে দিয়ে বোলিং করালে ভাল হয় বলে ওই সময়ে মনে হয় এবং তার ওপর নির্ভর করেই আমি এই সিদ্ধান্ত নিই।'
চার ওভারে ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী। ম্যাচের মোড় ঘোরানো এই স্পেলের জন্য তাঁকেই ম্য়াচ সেরাও ঘোষণা করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় লখনউ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান সুনীল নারাইন! সত্যিটা কী?