কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


বাগদান সারলেন আবদু রোজিক


বিগ বস ১৬ খ্যাত তারকা গায়ক আবদু রোজিক তাঁর অনুরাগীদের এক দারুণ খবর দিলেন। গতকালই তিনি জানিয়েছিলেন যে আগামী ৭ জুলাই বিয়ে করতে চলেছেন তিনি। এবার বিয়ের খবর ঘোষণার পরেই তড়িঘড়ি বাগদানের শুভকাজও সেরে নিলেন আবদু রোজিক। শুক্রবার নিজের বাগদান অনুষ্ঠানের ছবির (Abdu Rozik Engagement) ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি আর তা দেখে রীতিমত চোখ ছানাবড়া নেটিজেনদের। নেটপাড়ায় ঝড় তুলেছে এই কম উচ্চতার গায়কের ভিডিও। গতকাল একটি ভিডিও শেয়ার করে আবদু রোজিক জানিয়েছিলেন যে প্রেমে পড়েছেন তিনি। জীবনের সবথেকে কাছের মানুষটিকে, ভালবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন তিনি। তাঁর সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধবেন আবদু রোজিক (Abdu Rozik Engagement)। অনুরাগীদের উদ্দেশে বাগদানের আংটিও দেখান বিগ বস খ্যাত তারকা। আর তারপরেই ইনস্টাগ্রামে শেয়ার করেন বাগদানের ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে আবদু রোজিকের হাতে হার্ট আকৃতির একটা আংটি যা তিনি পরিয়ে দিচ্ছেন তাঁর হবু স্ত্রীকে। কালো কোট-প্যান্টে সেজে উঠেছেন আবদু আর তাঁর স্ত্রীর পরনে সাদা উজ্জ্বল বোরখা হিজাব। ছবি দেখেই বোঝা যায় উচ্চতায় আবদু রোজিকের স্ত্রী অনেকটাই লম্বা এবং তাঁর গায়ের রং বেশ ফর্সা।


 






আদৃত-কৌশাম্বির রিসেপশন


অবশেষে বৃষ্টির সন্ধ্যায় সারা সাত পাক। গত পরশু, ৯ মে, বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty)। আর তাঁদের বিয়ের আসরে সামিল হল গোটা 'মিঠাই' পরিবার। লাল বেনারসীতে সাজলেন কৌশাম্বি, হলুদ পাঞ্জাবি আর অগোছালো চুলে আদৃত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করে নিয়েছেন আদৃত-কৌশাম্বির বিয়ের ছবি। তবে এখনও পর্যন্ত নিজেরা বিয়ের ছবি প্রকাশ্যে আনেননি। শনিবার ছিল তাঁদের রিসেপশন পার্টি। সেখানেও বসে চাঁদের হাট। এদিন একেবারে সাদা ধবধবে পোশাকে দেখা মেলে বর ও কনের। সাদা শেরওয়ানিতে আদৃত রায়, সাদা লেহঙ্গায় ট্যুইনিং করে কৌশাম্বি। নজর কাড়েন নবদম্পতি। 


আরও পড়ুন: Top Entertainment News Today: আইনি জটে করিনা কপূর খান, সলমনের পাশে প্রাক্তন প্রেমিকা, বিনোদনের সারাদিন






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।