কলকাতা: আজ সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। এরপর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টিতে যে গরম কমে গিয়েছে, এমনটাও নয়।  গতসপ্তাহে কয়েক মিনিটের দমকা হাওয়ায় শীতল অনুভূতি দিয়েছিল প্রকৃতি। তারপর গত রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া অপেক্ষাকৃত মনোরম ছিল। এদিন ফের আরও একধাপ এগিয়ে দুর্যোগের বার্তা শোনাল হাওয়া অফিস (Weather Office)। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।


ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির আশঙ্কা


হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির আশঙ্কা। বৃহষ্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে সামান্য কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আরও একটু কমার সম্ভাবনা আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।


 আজ কেমন থাকবে আবহাওয়া ?


দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ওড়িশা সংলগ্ন উপকূল ও পশ্চিমের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস।


 ১৯ মার্চ মঙ্গলবার কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
 দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।  শিলাবৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝড়ের পূর্বাভাস। রয়েছে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।


আরও পড়ুন, ক্রেতাদের সতর্কবার্তা, গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে মুখ খুললেন দিলীপ, বললেন..


ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস


 পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে,' শিলাবৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের সাত জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। হুগলি, হাওড়া ও কলকাতায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস।বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।