ঝিলম করঞ্জাই, কলকাতা : দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও ক্ষীণ হল। চৈত্র সংক্রান্তিতে কালবৈশাখীর স্বস্তি তো মিলবেই না, বরং গরম আরও বাড়বে।  সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত গড়াবে ততই বাড়বে ঘামের প্যাচপ্যাচানি।   


আবহাওয়ার খবর একনজরে


রবিবারই ১৪৩০ থেকে ১৪৩১ এ পা দিচ্ছে বাংলা।   নববর্ষের সূচনায় এক লাফে ২ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে এদিন পশ্চিমাঞ্চলের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  আগামী চারদিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত  গরম শুষ্ক আবহাওয়াই দাপট দেখাবে।   


 রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া  


শনিবারেও বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, , বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চার জেলায়। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। গরম হওয়ার পরিমাণও বাড়বে বেলা বাড়লে। পশ্চিমের জেলাগুলিতে ৫ ডিগ্রি সেলসিয়াস শেষ পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা। যদিও এখনও তাপপ্রবাহের কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। 


 রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া  


আপাতত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।  দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।  সোমবার থেকে বৃষ্টি বাড়বে, মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া। দমকা ঝড়ো হাওয়া বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। 


নববর্ষে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি


রবিবার বাংলা নববর্ষের দিন শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের ছয় জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই ১ লা বৈশাখ।  


আরও পড়ুন:


যেমন-তেমন গান দিয়ে রিল বানালেই ফৌজদারি আইনে শাস্তি ! নিয়ম জারি এই বিখ্যাত মন্দিরে 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে