কলকাতা: টানা বৃষ্টিতে কলকাতার (Kolkata Weather) বিভিন্ন জায়গা সকালের দিকে জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে চিনার পার্কে। কৈখালিতে হলদিরামের কাছে হাঁটু সমান জল জমে। সকালের দিকে গাড়ি বিকল হওয়ায় জলে নেমে আরোহীদের গাড়ি ঠেলতে দেখা যায়। কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তাতেও জল জমেছে।
জলমগ্ন বিভিন্ন এলাকা: দফায় দফায় বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমল জল। অফিসটাইমে ভোগান্তি। বাড়ছে যানজট। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল থেকে বৃষ্টি এবং তারপর রাতভর বৃষ্টির ফলে জল জমেছ রয়েছে চিনার পার্ক। কৈখালি সহ হলদিরাম হয়ে হাঁটু সমান জল জমেছে। কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তা জলমগ্ন। জল ডিঙিয়ে বিমানবন্দরে যেতে হচ্ছে যাত্রীদের। জমা জলে বিকল হয়েছে গাড়ি। বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়াতেও জল। ট্যাক্সি বে-সহ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জলের জন্য বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পাম্প বসিয়ে জমা জল বের করে দেওয়া হচ্ছে।
কলকাতায় আগামী কয়েকদিনের আবহাওয়া
|
আশ্বিনেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারালেও, তার প্রভাবে ছত্তীসগঢ়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। জোড়া ফলায় আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas Weather: ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণ ২৪ পরগনায় প্লাবিত নিচু এলাকা