সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তুরে হাওয়ার হাত ধরে বঙ্গে ফের জাঁকিয়ে শীত (Winter Update)। দু’ দিনে ৫ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার (Kolkata )সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও নামার সম্ভাবনা। ফলে বজায় থাকবে শীত। তবে ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর ( Saraswati Puja ) সময় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
https://www.imdkolkata.gov.in/ জানাচ্ছে , আগামী কয়েকদিন বুধবারের পর ধীরে ধীরে কমবে তাপমাত্রা (Temperature) । মাসের শেষে তাপমাত্রা নামবে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহ থাকবে ২২ ডিগ্রির আশেপাশেই।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন কাটবে সারাদিন |
---|---|---|---|
২৮-Jan | ১২.0 | ২২.0 | আকাশ পরিষ্কার |
২৯-Jan | ১২.0 | ২২.0 | আকাশ পরিষ্কার |
৩০-Jan | ১৩.0 | ২৩.0 | আকাশ পরিষ্কার |
এবারের শীতে মাঝেমধ্যেই বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ। এর আগে গত কয়েকদিন আগে ফের আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি হয় রাজ্যজুড়েই। ফলে শীতের পথে বাধা এসেছিল। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের প্রায় সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটায় ফের রাজ্য উত্তুরে হাওয়ার পথ উন্মুক্ত হয়ে শীত ফিরতে পারে বলে পূর্বাভাস। কিন্তু তার মেয়াদ খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। জানুয়ারির মাসের শেষের কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ অনুভূত হতে পারে।