কলকাতা : আবহাওয়া অফিসের ( Weather Update ) পূর্বাভাস সত্ত্বেও তেমন করে শহরের বুকে পা রাখেনি বর্ষা ( Monsoon Update ) । উইকএন্ডও কাটল বৃষ্টিহীন ভাবে। রবিবার সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভালভাবে ভেজেনি বাংলা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আর বেশি দিনের প্রতীক্ষা নয়। একেবারে বর্ষার বৃষ্টিই শুরু হবে আর কয়েকদিনের মধ্যে। জুলাই মাসের শুরুর দিকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হতে পারে বৃষ্টি। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। 

এবার উত্তরবঙ্গে বর্ষা এসেছে তাড়াতাড়ি । কিন্তু উত্তর থেকে দক্ষিণ ঢুকতেই কেটে গিয়েছে দিন ১৫। ৩-৪ দিন আগে বর্ষার অফিসিয়াল আগমনী হলেও, বৃষ্টি হয়নি তেমনভাবে। বরং আর্দ্রতাজনিত অস্বস্তিতে রীতিমতো দমবন্ধকর পরিস্থিতি রাজ্যে। 

 আবহাওয়া দফতরের পূ্র্বাভাস, এমন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আরও কিছুদিন।  কমবে বৃষ্টির পরিমাণ। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার ও  বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।  

কলকাতায় সোমবার কখনও কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে মহানগরে। সোমবার বিকেল গড়ালে আকাশ কালো করে মেঘ ডাকতে পারে, আর তার সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি।  তবে এই বৃষ্টিহীনতা শীঘ্রই শেষ হবে বলে মনে করা হচ্ছে।  

কেমন থাকবে আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা ?

সূত্র https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
24-Jun 28.0 33.0
Generally cloudy sky with Light rain
25-Jun 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Jun 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
27-Jun 28.0 33.0
Generally cloudy sky with Light rain
28-Jun 27.0 33.0
NA
29-Jun 27.0 32.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
30-Jun 27.0 32.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন: Sonakshi-Zaheer Wedding: শুধু সোনাক্ষী-জাহির নয়, আইনি বিয়ে সারেন বলিউডের এই তারকারাও...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।