ঝিলম করঞ্জাই, কলকাতা : তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী কার্যত স্বস্তির খোঁজে। কবে থেকে শুরু হবে ঝমঝমিয়ে বৃষ্টি ? কার্যত সেই অপেক্ষায় বসে গোটা রাজ্যের মানুষ। এই অবস্থায় খবর, আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা। নির্ধারিত সময়ের তিন দিন আগে ঢুকে পড়ছে বর্ষা। মৌসম ভবনের পূর্বাভাস, কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। স্বস্তির খবর রয়েছে এ রাজ্যের ক্ষেত্রেও। কারণ, আজই কয়েকটি জেলা বাদে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি  হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে, উত্তরবঙ্গের সব জেলাতেও।


দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে, বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে এগোবে। মধ্য বঙ্গোপসাগরে এই পরিস্থিতি শুক্রবার, ২৪ মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও ভারতের মৌসম ভবন এর বেশি বলতে নারাজ।


তবে, গরমের অস্বস্তি চলবে আজ রবিবারও। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি বেশি থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তি বজায় থাকবে।


রবিবার গরম ও অস্বস্তি থাকলেও. দক্ষিণবঙ্গে বৃষ্টিও শুরু হবে। এদিন কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে ।


সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভোটের দিন অর্থাৎ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম অস্বস্তি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।


মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকবে।


বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্।টি তবে দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির প্রভাব কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।