কলকাতা: বৃহস্পতিবার বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগে থাবা বসিয়েছিল বৃষ্টি। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। একটি ম্যাচের ফয়সালা হয়েছিল ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে।


তবে শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকলেও, বেঙ্গল প্রো টি-২০র ম্যাচ আয়োজনে সমস্যা হয়নি। ইডেন গার্ডেন্সে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ৬ উইকেটে হারাল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)।


টস জিতে কলকাতা টাইগার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রাঢ় টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানে আটকে যায় তারা। ২১ বলে ৩৫ রান করেন অয়ন গুপ্ত। শাহবাজ আমেদ করেন ৩১ রান। কলকাতা টাইগার্সের হয়ে কর্ণ লাল ও সায়ন ঘোষ দুটি করে উইকেট নেন।


১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় কলকাতা টাইগার্স। জয়ের নায়ক অভিষেক পোড়েল। ৪৩ বলে ৫০ রান করেন চন্দননগরের বাঁহাতি ব্যাটার। কর্ণ লাল করেন ৩৮ রান। প্রদীপ্ত প্রামাণিক ২ উইকেট নিলেও দলকে জেতাতে ব্যর্থ। ব্যাটে বলে সফল কর্ণ লালই ম্যাচের সেরা হয়েছেন।


শিলিগুড়িকে হারাল মেদিনীপুর


ইডেনে শুক্রবার রাতের ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারাল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। মেদিনীপুরের হয়ে সফল বিবেক সিংহ। ২৭ বলে অপরাজিত ৫৬ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি। এছাড়া প্রিয়াংশু শ্রীবাস্তব ১৯ বলে ৩৬ রান করেন। বল হাতে মেদিনীপুরের বৈভব যাদব ২৩ রানে ৩ উইকেট নেন।


এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল মেদিনীপুর। ৬ ম্যাচে ৭ পয়েন্ট হল তাদের। তিনটি ম্যাচে জিতেছে তারা। শিলিগুড়ির ভাঁড়ারে ৬ ম্যাচে ৪ পয়েন্ট। তালিকায় ৬ নম্বরে তারা।


বৃষ্টির জন্য ম্যাচটি কমে ১২ ওভারের হয়ে দাঁড়ায়। শিলিগুড়ি প্রথমে ব্যাট করে ১১৮/৬ তোলে। অভিষেক রামন ২২ বলে ৪৭ করেন। জবাবে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ ঋদ্ধিমান সাহা। তবে বিবেক ও প্রিয়াংশুর ব্যাটে ভর করে ম্যাচ জিতে নেয় মেদিনীপুর।


আরও পড়ুন: কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর প্রথমবার কলকাতায় গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের পদে চূড়ান্ত?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।