দার্জিলিং: আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: ৪৯%বাতাস: ৫ কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: ৭৫ %বাতাস: ৫ কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: ৪১ %বাতাস: ৮ কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: ৬৬%বাতাস: ১০ কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫ %বাতাস: ৩ কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৫%বাতাস: ৩ কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: ৫৩ %বাতাস: ১১ কিমি/ঘণ্টাআবহাওয়ার আপডেট:
সপ্তাহের শুরুতে পারদের মেজাজ চড়লেও, আগের থেকে অনেকটাই হৃদয়বান হয়েছে প্রকৃতি। অস্বস্তি সরিয়ে ভিজেছে কিছু জেলা। যারা ভেজেনি, তারা পেয়েছে ভিজে ও ঠান্ডা হাওয়া। তবে দূষণে দূষণে এমনই অবস্থা, তাই বিশ্বাস নেই, কখন মেঘলা আকাশের গরমে, অস্বস্তি উঠবে চরমে ! যাইহোক, আজ ও কাল কেমন আবহাওয়া থাকবে ? সব জল্পনা সরিয়ে আশার খবরই শোনাল ফের আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে , উত্তরবঙ্গে বজ্র বৃষ্টি-সহ হালকা বৃষ্টি থাকবে।দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২৭ তারিখ ও ২৮ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ২৭ ফেব্রুয়ারি ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়।
আরও পড়ুন, 'ট্রাক গেলে দিতেই হবে টাকা..', পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের ভিডিও ভাইরাল
জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী হয়েছিল। যদিও এবার ফের হল হাওয়া বদল। ফেব্রুয়ারির শেষেও কি ফিরল সেই একই ছবি ?