কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে সামনে রেখে এবার শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ বাড়ালেন রাজ্যপাল (C V Anand Bose)। ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের জবাব তলব রাজভবনের। 


জবাব তলব রাজভবনের: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আশা করা হচ্ছে, অবিলম্বে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। যদি না করা হয়, তার কারণ জানিয়ে রাজ্য সরকারকে ৭২ ঘণ্টার মধ্য়ে রিপোর্ট দিতে বলল রাজভবন। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। আজ একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গের পাশাপাশি, সন্দেশখালিতে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে রাজভবনের তরফে। অভিযোগ সত্য প্রমাণিত হলে, কঠোর পদক্ষেপ নিতে ও রিপোর্ট দিতে বলা হয়েছে।


শেখ শাহজাহানকে বিচারব্য়বস্থা আড়াল করছে বলে রবিবার দাবি করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাতে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, "শেখ শাহজাহান কে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কীভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না।'' এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, যে আইনজীবীরা তাঁর অর্থাৎ শেখ শাহজাহানের হয়ে মামলা লড়ছেন, তাঁরা হয়তো বলতে পারবেন। তখন আদালতবান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে, আদালতের নির্দেশের কারণে তাঁকে অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। শুধু যে সিট গঠন করা হয়েছিল, তার ওপর আছে। রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডি-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।


এদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরনো মামলাতেও পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ। ২০১৯ সালের খুনের ঘটনায়, তৃণমূল-বিজেপি দু'দলই FIR দায়ের করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল, তাদের প্রত্য়েকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। কিন্তু বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম নেই চার্জশিটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Mukul Roy : অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়ের বাড়িতে ইডি, বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল বললেন...