সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাঝেমধ্যে বৃষ্টি হলেও, আর্দ্রতাজনিত (Humidity) অস্বস্তি রয়েই গেছে। দক্ষিণবঙ্গে এই সমস্যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা জারি থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে। তবে, উত্তরবঙ্গে (North Bengal) কাল থেকে বাড়বে বৃষ্টি। কিন্তু, দক্ষিণবঙ্গে (South Bengal) আবার কবে বৃষ্টি ?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
মৌসুমী অক্ষরেখা সোমবার থেকে উত্তরের দিকে সরবে। এর ফলে উত্তরবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টিপাত। ২১ থেকে ২৬ অগাস্ট আরও এক দফায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২২- ২৫ অগাস্ট অতি বৃষ্টির কমলা সর্তকতা দেওয়া হয়েছে। এর জেরে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। ফসলের ক্ষতি হতে পারে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।
আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল সোমবার বিক্ষিপ্তভাবে দু'-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
মঙ্গল ও বুধবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই, কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি কোন দিকে ?
দক্ষিণবঙ্গে কিছুতেই আর্দ্রতাজনিত অস্বস্তি শেষ হচ্ছে না। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়ও তা জারি থাকবে। সোমবার পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা অবশ্য রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৩ শতাংশ।
আরও পড়ুন ; ১০০ বছরে সবথেকে শুষ্ক অগাস্ট পেতে চলেছে ভারত ! মার খেতে পারে গ্রীষ্মকালীন ফলন