কলকাতা : দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং-সহ পাহাড় ঘেঁষা একের পর এক জেলার বাসিন্দাদারা দিন কাটাচ্ছেন কার্যত জলবন্দি অবস্থায়। আপাতত উত্তরবঙ্গে ( North Bengal Weather ) কাটবে না দুর্যোগ। আরও ৪-৫ দিন অবিরাম বৃষ্টি চলবে। রবিবার কালিম্পঙের নিকোবির এলাকায় নতুন করে নেমেছে ধস। এখনও বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তা। বিকল্প পথ হিসাবে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগরাকোট দিয়ে গাড়ি চলাচল করছে। এরই মধ্যে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধার কাজ শুরু হতেও দেরি হচ্ছে।
বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা
সিকিম ( Sikkim Weather ) পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি। লাগাতার বৃষ্টিতে ধস নেমে এখনও বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও।
বর্ষার আগমন বার্তা
অন্যদিকে. দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢোকার জন্য এখনও ৪-৫ দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত গরমে পুড়বে দক্ষিণবঙ্গ। সাময়িক বৃষ্টি স্বস্তি দিলেও, পাকাপাকি ভাবে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
রবিবার আবহাওয়া দফতর জানায়, আজ, সোমবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বাংলায় । সোম ও মঙ্গলবার, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতেও তাপপ্রবাহ চলবে। কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী বেশকিছু জেলায়।
আরও পড়ুন :
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতা ও হাওড়ার আবহাওয়া ?
সূত্র : https://city.imd.gov.in/citywx
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
17-Jun | 27.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
18-Jun | 27.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
19-Jun | 25.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
20-Jun | 25.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
21-Jun | 25.0 | 35.0 | NA | |
22-Jun | 25.0 | 35.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
23-Jun | 25.0 | 35.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |