কলকাতা: হাড় কাঁপানো ঠান্ডা থেকে ক্ষণিকের মুক্তি। কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে রাজ্যে
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ বাকি জেলাতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ঘোরাফেরা করছে তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে ফের জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে রাজ্যে। কমবে তাপমাত্রা। বুধবার মকর সংক্রান্তির দিন অনেকটা নামতে পারে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ২ দশমিক ৫ ডিগ্রি কম। সেই তুলনায় আজ কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা
আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গের ছয় জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা। এই জেলাগুলিতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শীতল দিনের পরিস্থিতি উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায়। উত্তরবঙ্গের তিন জেলায় শীতল দিনের পূর্বাভাস। শীতল দিন বজায় থাকবে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে। কনকনে ঠান্ডার অনুভূতি। উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে চার জেলাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
সরাসরি প্রভাব নেই বাংলায়
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন ভারত মহাসাগরের ওপর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি ক্রমশ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকার দিকে অগ্রসর হওয়ার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে এর কোন সরাসরি প্রভাব নেই বাংলায়।
শৈত্য প্রবাহের সর্তকতা
রাজস্থানে চরম শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে দেশের রাজধানী দিল্লি, পঞ্জাব, চন্ডীগড় ও হরিয়ানায়। অন্যদিকে, ওড়িশা ও হিমাচল প্রদেশেও রয়েছে শৈত্য প্রবাহের সর্তকতা।ভিন রাজ্যের ক্ষেত্রে, তামিলনাডু পন্ডিচেরি এবং কড়াইকালে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। ছত্রিশগড় মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ ঝাড়খন্ডেও শৈত্য প্রবাহের সর্তকতা।