কলকাতা: রাত পেরোলেই ফের দুর্যোগের আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় হলুদ ও কমল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের ৮ জেলাতেও জারি করা হয়েছে সতর্কবার্তা (Weather Update)।


IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি,  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


অপরদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে কলকাতায়।  এদিন সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে দাঁড়ায় ৮৯ শতাংশে। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। 


পাশাপাশি হাওয়া অফিস স্পষ্ট ভাবে জানিয়েছে, বাইরে বের হবার আগে, অবশ্যই যেনও ওয়েদার রিপোর্ট দেখে নেয় সাধারণ মানুষ। জল জমার আশঙ্কা কথাও জানানো হয়েছে। যেখানে চাষের নিচু জমি রয়েছে, সেই সকল স্থানে যেন আগাম নিকাশি ব্যবস্থার আয়োজন করা হয়। এবং পাশাপাশি বজ্রপাত হলে নিরাপদ আশ্রয়ে থাকার বার্তাও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।


ইতিমধ্যেই একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা দেখেছে উত্তরবঙ্গ। এদিকে কয়েকমাস আগেও তাপপ্রবাহেও চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে। কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনল না।


আরও পড়ুন, RG Kar কাণ্ডে বিস্ফোরক মদন মিত্র, কী বললেন 'সরকার বদল' নিয়ে


উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিতে জল জমে ভোগান্তির মুখে একাধিকবার পড়েছে মানুষ। এমন কি মেঘ ভাঙা বৃষ্টিতে কেরলের ওয়েনাডে ভয়াবহ ভূমিধস হয়েছে। বিপর্যস্ত হয়েছে একাধিক এলাকা। যদিও অগাস্টের মাঝামাঝি এসেও দুর্যোগে যবনিকা পড়েনি। ফের ভারী বর্ষণের আশঙ্কা কথা জানিয়েছে হাওয়া অফিস।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।