কলকাতা: প্রায় একঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে লালবাজারের তলব যে ভালো চোখে দেখছেন না তা স্পষ্ট করে দিলেন ডাঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামী। যেভাবে ডেকে পাঠানো হল তা যে পছন্দ নয় সেটা পুলিশকেও তাঁরা বলে এসেছেন বলে জানালেন। পরে গিয়ে যোগ দিলেন লালবাজারের আগে ফিয়ার্স লেনে আটকে দেওয়া চিকিৎসকদের মিছিলে। সমন পাঠানোর পরেও ঢোঁক গিলল পুলিশ। খারিজ করে দিয়ে আলোচনার বার্তা দিল।


আরও পড়ুন: Alipurduar News: পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে RG কর কাণ্ডে শাস্তির দাবি তৃণমূলের, প্রতিবাদে অভিভাবকদের হেনস্থার অভিযোগ
 
লালবাজার থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে কুণাল সরকার বলেন, "আমরা খুব পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। এভাবে সমন পাঠিয়ে ডেকে পাঠানোর মানে কী? যে বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে মিটতে পারে তা অযথা জটিল করলে লাভ হবে না। কোনওভাবে চিকিৎসকদের হেনস্থা মেনে নেওয়া হবে না। আমরা চাই সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক পুলিশ।"


আরও পড়ুন: RG Kar News: ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন নির্যাতিতার মা


 ডাঃ সুবর্ণ গোস্বামী বলেন, "আরজি কর নিয়ে মানুষের মনে যে ক্ষোভ বাড়ছে তা জানিয়েছি। বলেছি এভাবে আমাদের ডেকে পাঠানোর বিষয়টিকেও কড়া ভাবে নিয়েছে চিকিৎসক মহল। আমাদের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা নিয়ে আলোচনা করতে পারত পুলিশ। তা না করে এভাবে সমন পাঠানোর বিষয়টাও চিকিৎসকরা ভালোভাবে নেননি বলে জানিয়েছে। আশাকরি আগামী দিনে এভাবে ডাকার আগে ওরা পাঁচ বার ভাববে। তবে পুলিশ আমাদের সঙ্গে আজকে ভালোভাবে কথা বলেছে। প্রয়োজন হলে ফের আলোচনা করবে বলে জানিয়েছে। সমস্যা সমাধানের জন্য সহযোগিতা চেয়েছে।"


সোমবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে লালবাজারে যাওয়ার আগে ফিয়ার্স লেনে চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ। শুধুমাত্র ভেতরে যেতে দেওয়া হয় ডাঃ কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Case: RG Kar কাণ্ডের প্রতিবাদে কালো ফিতের রাখি, রোগীর পরিবারকেও 'পাশে' থাকার বার্তা চিকিৎসকদের