কলকাতা: সপ্তাহান্তে আকাশ পরিষ্কার, শীতের আমাজ নিয়েই সূর্যোদয়, বৃষ্টির কোথাও কোনও আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কোথাও কোনও সতর্কতাও জারি করা হয়নি। অর্থাৎ দুর্যোগকে বিদায় জানিয়ে, অবশেষে মনোরম আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া ? জানাল আইএমডি।
আরও পড়ুন, মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ, ৮ BLA-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ কমিশনের
শহরে শীতের আমেজ, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক এই শীতের আমেজ থাকবে, জানাল হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ায় নামছে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর। আগামী দু'-তিন দিনে পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে । উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর ।
দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে
আইএমডি আগেই জানিয়েছিল, আজ রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। খুব বেশি পারদ পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। সপ্তাহান্তে শীতের আমেজ একটু বাড়তে পারে, পূর্বাভাস মিলিয়েই রবিবারের সূর্যোদয়। IMD সূত্রে খবর, আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রির মধ্যে চলাফেরা করবে। সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে
উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু তিন দিনে আরও তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে দাবি আবহাওয়া দফতরের।
সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে।