কলকাতা : এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। সরস্বতীপুজোর আগে কি ফের জোরদার ইনিংস খেলবে শীত? এ সপ্তাহের আবহাওয়া সম্পর্কে বিশেষ বার্তা দিন আলিপুর আবহাওয়া দফতর। গত সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার জেরে অনেকটাই বাধা পেয়েছিল শীত। কুয়াশার চাদর সরিয়ে ঘুম ভাঙছিল বঙ্গের। এ সপ্তাহেও কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে শীতের ইনিংস আর লম্বা হবে না। 


শীতের আমেজ গায়েব হবে শিগগিরি


আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। সেই সঙ্গে সঙ্গে  আবারও ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে শীত বাধাপ্রাপ্তই হবে। হঠাৎ করে তাপমাত্রা নেমে গেলেও, শীতের আমেজ গায়েব হবে শিগগিরি। 


কবে থেকে বাড়তে পারে তাপমাত্রা


সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, তাপমাত্রা বেশ কিছুটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি বা তার নিচে নেমে গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না।  কোথাও কোথাও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।


 বৃষ্টি হবে?


আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,  বুধবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।  জানুয়ারির শেষ বা ১ফেব্রুয়ারি ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে পারদ। গত সপ্তাহের মতো এই সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।


তুষারপাত সম্ভাবনা 


উত্তরবঙ্গের কথা বলতে গেলে, দার্জিলিংয়ে মঙ্গল ও বুধবারে হালকা তুষারপাত হতে পারে।  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 


কলকাতার আবহাওয়া


সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে এসেছে কলকাতায়। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই ঝকঝকে রোদের দেখা মিলেছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯০ শতাংশ।   


আরও পড়ুন :


ছড়াচ্ছে স্নাুয়ুর বিরল রোগ, মহারাষ্ট্রে মৃত্যুর খবর,GBS নিয়ে কী জানাচ্ছে WHO?