কলকাতা : কালীপুজো অতিক্রান্ত। শীতের অপেক্ষায় বাংলা। এরই মধ্যে মাঝে মধ্যেই চলছে ছিটেফোঁটা বৃষ্টি। রবিবার ভাই ফোঁটা। এদিন আবহাওয়ার মতিগতি কেমন থাকবে, তা নিয়েই আপাতত আগ্রহ ভাই-বোনেদের। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত স্বস্তির সঙ্কেতই দিচ্ছে।
রবিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে যদিও । এরপর থেকে মূলত শুষ্ক হাওয়া বইবে বলেই মনে করছেন আবহবিদরা। তবে আগামী সপ্তাহে বুধবার থেকে রাজ্য জুড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নভেম্বরের প্রথম সপ্তাহের আবহাওয়া কেমন থাকবে
নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি চলবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। আগামী দু-তিন দিনে কোচবিহার ও জলপাইগুড়ির কিছু অংশে শুষ্ক আবহাওয়ার প্রভাব থাকবে। কলকাতায় সকালের দিকে সামান্য কুয়াশা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি। তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু হবে। তবে রবিবার ভাই ফোঁটাতে শুষ্ক আবহাওয়াই থাকার কথা কলকাতায়, বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী ৭ দিনের আবহাওয়া নিয়ে কী বার্তা আইএমডির?
source : city.imd.gov.in
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
01-Nov | 26.0 | 34.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
02-Nov | 25.0 | 33.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
03-Nov | 25.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
04-Nov | 26.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
05-Nov | 26.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm or Duststorm | No warning | 0 | 0 | ||
06-Nov | 25.0 | 31.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
07-Nov | 24.0 | 31.0 | Partly cloudy sky with haze | No warning | 0 | 0 |
আরও খবর :
স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।