কলকাতা : কালীপুজো অতিক্রান্ত। শীতের অপেক্ষায় বাংলা। এরই মধ্যে মাঝে মধ্যেই চলছে ছিটেফোঁটা বৃষ্টি। রবিবার ভাই ফোঁটা। এদিন আবহাওয়ার মতিগতি কেমন থাকবে, তা নিয়েই আপাতত আগ্রহ ভাই-বোনেদের। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত স্বস্তির সঙ্কেতই দিচ্ছে। 


রবিবার ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হতে পারে যদিও । এরপর থেকে মূলত শুষ্ক হাওয়া বইবে বলেই মনে করছেন আবহবিদরা। তবে আগামী সপ্তাহে বুধবার থেকে রাজ্য জুড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বাতাসে আর্দ্রতার  পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর :


স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়