অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  শীতের মুখে ফের বৃষ্টির কাঁটা। ঠান্ডা পড়ার আগেই ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি  নিম্নচাপে পরিণত হলে ফের বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলবর্তী জেলায় মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। তাই আগামী ৪-৫ দিন নামবে না তাপমাত্রা, খবর আবহাওয়া দফতর সূত্রে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে । কেরল উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করছে সেটি। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।  এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে । এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা  এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে।  

দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির হলে , তার প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে। দুর্যোগ এড়াতে উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে। বুধবার থেকে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা এই মুহূর্তে কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ির কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? 

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
05-Nov 23.0 31.0
Partly cloudy sky
No warning 0 0
06-Nov 22.0 30.0
Partly cloudy sky
No warning 0 0
07-Nov 22.0 30.0
Clear sky
No warning 0 0
08-Nov 22.0 31.0
Clear sky
No warning 0 0
09-Nov 22.0 31.0
Mainly Clear sky
No warning 0 0
10-Nov 22.0 30.0
Partly cloudy sky
No warning 0 0
11-Nov 22.0 30.0
Partly cloudy sky
No warning 0 0

আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।