কলকাতা: বৈশাখের তীব্র দহনজ্বালা থেকে সাময়িক স্বস্তি। শহরে নামল তাপমাত্রার পারদ (Weather Update)। রাতভর কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে। ফলে জেলার তাপমাত্রাও খানিকটা কমেছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তারই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে একাধিক জেলায়। শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা
- মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
- ঝড় বৃষ্টির পরিমাণ বুধবার বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
- বৃহস্পতিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
- মূলত উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের পূর্বভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
উত্তরবঙ্গের আবহাওয়া
- মঙ্গলবার ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের সব জেলায়।
- ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার।
- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।