সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের রাজ্যে স্বস্তির আবহাওয়া। রাজ্যের নানা কোণায় বৃষ্টি। দুপুর পেরোতেই আকাশে মেঘের আনাগোনা। 


বিকেল চারটা নাগাদ কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গেই বইছে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইছে। তারই সঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। প্রবল গরমে স্বস্তি এই বৃষ্টিতে। বোলপুরে শিলাবৃষ্টি হয়েছে। গাইঘাটায় তুমুল বৃষ্টি। কলকাতায় ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। বাজ পড়ছে, শুরু হয়েছে বৃষ্টিও। স্বস্তিতে ইতি টেনে ফিরে আসা গরমকে, দূরে সরিয়ে দিল ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। শিলাবৃষ্টি হয়েছে, কাটোয়া, বহরমপুর, শান্তিনিকেতন, গাইঘাটা সহ বিভিন্ন জায়গায়।


বজ্রপাতে মৃত্যু:
একদিকে যেমন বৃষ্টি হয়েছে। তেমনই তার সঙ্গে মিলেছে দুর্ঘটনার খবরও। মুর্শিদাবাদে সালারে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় জখম হয়েছেন ২ জন। বৃহস্পতিবার দুপুরে সালারের কাগ্রামে একটি খামারে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রাঘাতে আহত হন চারজন। তাঁদের উদ্ধার করে সালার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদের নাম হাবিব সেখ ও নেকবোক সেখ। পূর্ব বর্ধমানের ভাতার, কালনা, খণ্ডঘোষ ও মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন একজন। পশ্চিম মেদিনীপুরেও ঘটেছে বাজ পড়ে মৃত্যুর ঘটনা। শালবনী থানার বাগমারিতে একজন এবং চন্দ্রকোণা থানার যাদবনগর গ্রামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় বাজ পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঝোড়ো হাওয়ায় ঝাড়গ্রামের গড়মোহানি সহ বিভিন্ন জায়গায় উড়ে যায় একাধিক বাড়ির ছাউনি। বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে। ক্ষতি হয় ফসলের। জমি থেকে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। 



আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 
উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার
পামারবাজারে ৩১ মিলিমিটার
মার্কাস স্কোয়ারে ২৭
দত্তবাগানে ২২ এবং
ঠনঠনিয়ার বৃষ্টি হয়েছে ২১ মিলিমিটার।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। 


আরও পড়ুন: সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি