সুজিত মণ্ডল ও সমীরণ পাল, বনগাঁ: লোকসভা নির্বাচন (Loksabha Election 2024 5th Phase Voting) পর্বে দিকে দিকে অশান্তির ছবি। পঞ্চম দফা ভোটেও একই ছবি বিভিন্ন লোকসভা কেন্দ্রে। বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, বুথে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়, তার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে। বনগাঁর স্বরূপনগরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। 


পঞ্চম দফায় অশান্তি বনগাঁয়: বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তার প্রতিবাদ করায় হামলা। কল্যাণী থানার পুলিশ আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার রিপোর্ট চাইল কমিশন। ভোট শুরুর পর বনগাঁ লোকসভার স্বরূপনগরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। মাথা ফাটল এক মহিলা-সহ চার বিজেপি কর্মীর। স্বরূপনগরের নবাদকাটি এলাকার ১২৭ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, বিজেপি করার জন্য বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।  জেলা নদিয়া হলেও কল্যাণী বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত। কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, অভিযোগ করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।


লোকসভা ভোটের পঞ্চম দফায় আজ দেশের ৬টি রাজ্যে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৭টি আসন। ৭ আসনের মধ্যে রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৯৩০টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ সাড়ে ৫০০। বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী থাকছে ৫৫ কোম্পানি, QRT ৪৪। এদিন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে ১১৪ ও ১১৫ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বনগাঁর তৃণমূল প্রার্থীর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024 5th Phase Voting: 'রাত থেকেই গন্ডগোল, দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী' অভিযোগ সিপিএম প্রার্থীর