কলকাতা : শীতের শেষ ইনিংস শেষ হতে পারে বৃষ্টি দিয়ে। তেমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কয়েকটি জেলার জন্য বৃষ্টির আগাম বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিনে ধাপে ধাপে নেমেছিল তাপমাত্রা। তবে পূর্বাভাস মতোই গায়েব হতে চলেছে শীতের আমেজ। 

কুয়াশার সতর্কবার্তা 

সকালের দিকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় রোদের দেখা ছিল না। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে।  দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে। 

শুক্রবার থেকে পারদ ফের নিম্নমুখী

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই  এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে  দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আগামী দু'দিন বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। তবে উত্তরবঙ্গের  জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও হয়ে যাবে আর হাতে গোনা কয়েক দিনের মধ্যেই।  তবে তার আগে শুক্রবার থেকে পারদ নিম্নমুখী হবে । আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। 

কোথায় কোথায় বৃষ্টি 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।  দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। 

কলকাতার আবহাওয়া                    

কলকাতায় গত দুদিনে ৭ ডিগ্রি সেলসিয়াস চড়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে।  আগামী দুদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বৃহস্পতি-শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। তাপমাত্রা সামান্য নামলেও শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া                              

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
11-Feb 20.0 31.0
Dense Fog
Dense Fog 0 0
12-Feb 20.0 31.0
Moderate Fog
Dense Fog 0 0
13-Feb 18.0 31.0
Partly cloudy sky
No warning 0 0
14-Feb 17.0 29.0
Mainly Clear sky
No warning 0 0
15-Feb 18.0 29.0
Mainly Clear sky
No warning 0 0
16-Feb 19.0 30.0
Mainly Clear sky
No warning 0 0
17-Feb 19.0 30.0
Mainly Clear sky
No warning 0 0

সূত্র : https://city.imd.gov.in/